আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই : সিইসি

এনটিভি প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১২:২৩

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের দেশের যে এই দূরবস্থার মূল কারণ হলো, এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।


আজ বুধবার (২২ অক্টোবর) সকালে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউএনওদের দিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ অনুষ্ঠানে সিইসি এ মন্তব্য করেন।


সিইসি বলেন, আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। আমরা উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না, আমরা রুল অফ ল চাই। আমরা চাই সর্বস্তরের সবাই আমরা আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব। সর্বক্ষেত্রে ও আমার যে গন্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব। আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। আমাদের সহকর্মীরা অনেক কথাই বলেছেন। আমি অত ডিটেইলসে আর যাব না। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরে নির্ভর করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও