কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথা: সিইসি

ডেইলি স্টার প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৩:১৩

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন একটি বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে, এমনটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।


সিইসি বলেন, 'এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথা। যেকোনো যন্ত্রের মতো এটি ভালো কাজের জন্য যেমন ব্যবহার করা যায়, তেমনি খারাপ কাজের জন্যও করা যায়।' 


আসন্ন জাতীয় নির্বাচনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় নির্দিষ্ট ও বাস্তবভিত্তিক সুপারিশ দিতে  তিনি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান। 


অপতথ্য রোধে ২৪ ঘণ্টা কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
'ইন্টিগ্রেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আপকামিং ন্যাশনাল পার্লামেন্ট; ইলেকশন টু কাউন্টার মিসইনফরমেশন অ্যান্ড ডিজইনফরমেশন' শীর্ষক সেমিনারটির আয়োজক ইসির আইডিয়া প্রজেক্ট ও সিবিটিইপি প্রজেক্ট।


সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার সেমিনারে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও নির্বাচনী প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এআই প্রযুক্তি একীভূত করার উদ্যোগ নিচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও