
গুন্ডামি আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না : হান্নান মাসউদ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ২১:১৯
মসজিদে কোরআন পাঠের ক্লাসকে কেন্দ্র করে নোয়াখালী সদর উপজেলায় ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
রোববার (১৯ অক্টোবর) তিনি নিজের ফেসবুক পেজে এক প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, গতকাল কবিরহাটে আর আজ সদরের নেওয়াজপুরে- নোয়াখালীর রাজনৈতিক সম্প্রীতিতে এটা কেমন অশুভ ছায়া! যারা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা হাসিনার পরিণতির জন্য অপেক্ষা করুক। ধর্মীয় স্থাপনাগুলোকে রাজনৈতিক কর্মসূচির আওতার বাইরে রাখা উচিত। আবার, এমন কর্মসূচি হলেও সেখানে হামলা চালানোর অধিকার কারও নেই। প্রশাসন আছে, সরকার আছে। গুন্ডামি আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না।
- ট্যাগ:
- রাজনীতি
- প্রতিবাদ
- আবদুল হান্নান মাসউদ