
নির্বাচন নিয়ে 'সংশয়' দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে 'সংশয়' দেখার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণে কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না।
জবাবে তিনি বলেন, "এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণ ছিল না, এবার সংশয় আছে বলেই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।"
তবে সেই ‘সংশয়ের’ জায়গাটি স্পষ্ট না করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "নির্বাচনটা ভালোভাবে করার জন্য যেসব জায়গা কন্ডাক্ট করা দরকার, ওইসব জায়গাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"
বিগত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের ‘যতটুকু সম্ভব দূরে রাখা হবে’ বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
পুলিশ প্রধান বাহারুল আলম সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ‘ঝুঁকির মধ্যে’ পড়বে।
পুলিশ প্রধানের উপস্থিতিতে তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "আমার আইজিপি যদি বলে থাকে তাহলে ডেফিনিটলি আমি আইজিপিকে সাপোর্ট করব।"