You have reached your daily news limit

Please log in to continue


নবাবদের ২০০ বছরের পুরোনো সেই পুকুরে মানুষ আজও সাঁতরায়

টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাঁতারু ফয়সাল আহমদ। তিনি থাকেন কেরানীগঞ্জে। সাগরের লম্বা পথ সাঁতরে পাড়ি দেওয়ার জন্য তিনি রোজ প্রায় দুই ঘণ্টা সাঁতারের চর্চা করেন ‘গোল তালাব’ পুকুরে।
গোলাম মোস্তফার বাড়ি গোপালগঞ্জে। তিনি পুরান ঢাকার ইসলামপুরের মার্কেট প্লাজার চাকুরে। এখানেই থাকেন। প্রায় ৩০ বছর ধরে তিনি গোসল করছেন তাঁর মার্কেটের পাশের এই পুকুরে।

সঞ্জয় ঘোষের বাড়ি পুরান ঢাকার তাঁতীবাজার। তিনি রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠা বিক্রি করেন ‘গোল তালাব’ পুকুরের প্রবেশপথের পাশে বসে।

এই গোল তালাব পুকুরটি পুরান ঢাকার আহসান উল্লাহ রোডের পাশে। ইট-কংক্রিটে আকীর্ণ, কোলাহলময় পুরান ঢাকায় আজও টিকে থাকা এই পুকুর যেন সবুজে সলিলে একটুখানি নীরব কোমল স্নিগ্ধতা। তবে সহজেই পুকুরটি চোখে পড়ে না। এর চারপাশে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। এসব ভবনের আড়ালে পড়ে গেছে ঢাকার এই প্রাচীন জলাশয়। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘নবাববাড়ির পুষ্করিণী’ নামেই পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন