সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে
গণ-অভ্যুত্থানের পর পুলিশের ভঙ্গুর পরিস্থিতিতে মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নেন বাহারুল আলম। তিনি নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তাঝুঁকি, পুলিশের সংস্কার, নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান।
প্রথম আলো: এখন মূল আলোচনা জাতীয় নির্বাচন নিয়ে। ভোট কেমন হবে বলে মনে করেন? পুলিশ কতটা প্রস্তুত?
বাহারুল আলম: আমার বিশ্বাস, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্যই আসলে আমরা তৈরি হচ্ছি। আমাদের এখনকার সব কর্মকাণ্ড এটাকে ঘিরে। কারণ, এটা এমন একটা দায়িত্ব, যার ওপরে দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। এ জন্য দুই লাখ সদস্যের পুলিশ বাহিনীর প্রায় ৭৫ শতাংশ, মানে দেড় লাখ সদস্যকে আমরা মোটিভেশন ও প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছি। তাঁদের সরাসরি নির্বাচনের কাজে নিয়োজিত করা হবে।
প্রথম আলো: গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফেরেনি। অপরদিকে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হবে ৪৩ হাজারের মতো। সুষ্ঠু ভোটের জন্য এই জনবল দিয়ে নির্বাচনী পরিবেশ সামাল দেওয়া যাবে বলে মনে করেন কি না?
বাহারুল আলম: নির্বাচনের দায়িত্বে তো কেবল পুলিশ থাকবে না। পুলিশের পাশাপাশি একটা বড় অংশ থাকবে আনসার ও ভিডিপির। একটা কেন্দ্রে গড়ে দুজন পুলিশের সদস্য থাকবেন। তাঁর সঙ্গে আটজন, কোথাও ১০ জন আনসারের সদস্য থাকবেন। এর সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা আছেন। সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী থাকবে। আর সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে মানুষ। কারণ, মানুষ যদি নির্বাচনমুখী হয়, অনেক রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয়, তাহলে আমার মনে হয় যে নিরাপত্তাঝুঁকিটা এমনিতেই অনেক কমে যায়। এরপরও নির্বাচন ঘিরে কখনো কখনো রেষারেষি এমন পর্যায়ে চলে যায় যে খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। অতীতে প্রতিটি নির্বাচনেই এমন ঘটনা ঘটেছে। এসব বিবেচনায় রেখে নির্বাচন ঘিরে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে, তা নিয়ে ‘গ্রাউন্ড ওয়ার্ক’ শুরু করেছি। ঝুঁকি নিরূপণে নির্বাচনী সম্ভাব্য অংশগ্রহণকারী প্রার্থীদের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। সব অংশীজন ও যাঁরা নির্বাচনে অংশ নেবেন, পর্যবেক্ষণ করবেন—তাঁদের মতামত শুনছি। এভাবে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে আশা করছি।
- ট্যাগ:
- রাজনীতি
- জাতীয় নির্বাচন
- বাহারুল আলম