
দীপাবলির দীপের আলো, দূর করে দিক আঁধার-কালো
আলো ও অন্ধকার—এই দুই বিপরীত চিহ্ন মানব মনের গভীরে একটি চিরকালীন দ্বন্দ্ব রচনা করে। ‘আলো’ হলো বোধ ও জ্ঞান। অপরদিকে ‘অন্ধকার’ হলো অজ্ঞানতা ও বিভ্রম।
আলো কেবল একটি বস্তুগত বিষয় নয়, বরং তা মানব জীবনে, সংস্কৃতিতে, ধর্মে, নৈতিকতায়, দার্শনিক ও আধ্যাত্মিক ভাবনায় একটি অতল প্রতীক হিসেবে বিবেচিত। অর্থাৎ, জীবনের অনিশ্চয়তা, অজ্ঞতা, দুঃখ, জরা প্রভৃতিতে পথপ্রদর্শক হচ্ছে আলো।
অনিশ্চয়তায় নিশ্চিন্তের আলো, অজ্ঞতায় জ্ঞানের আলো, দুঃখে সুখের আলো, জরায় সুস্থতার আলো। তার মানে এই আলো বহুমাত্রিক। অপরদিকে অন্ধকার অনিশ্চয়তা অজ্ঞানতা, ভয়, পাপ, দ্বেষ, অবরোধ, হতাশা প্রভৃতিতে বহুমাত্রিক। আর এই আলো-অন্ধকারের দ্বন্দ্বেই কেটে যায় মানব-জীবন।