
রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ২৩:২৩
দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি থেকে তখন ১৩ রান দূরে স্মৃতি মান্ধানা। জয়ের জন্য ৭ উইকেট হাতে রেখে ভারতের প্রয়োজন ৬০ বলে ৬২ রান। ম্যাচ তাদের মুঠোয়। কিন্তু আর এক রান যোগ করে মান্ধানার বিদায়ের পর পেরে উঠল না ভারত। বোলিংয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড।
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয় ৪ রানে।
ইন্দোরে রোববার হিদার নাইটের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮৮ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড। জবাবে শক্ত অবস্থানে থেকেও ৬ উইকেটে ২৮৪ রানের বেশি করতে পারেনি ভারত।