
মাত্র ৭ মিনিটে ল্যুভর মিউজিয়ামে যেভাবে হলো দুর্ধর্ষ চুরিটি
ফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’। চেরি পিকারের সাহায্যে তারা মূলত বাইরে থেকে জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। পরে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ দিয়ে কাচ কেটে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর ঐতিহাসিক গয়নার সংগ্রহ থেকে ৯টি মহামূল্যবান অলংকার চুরি করে পালিয়ে যায়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে জানিয়েছেন, চোরের দলটি ল্যুভরের বিখ্যাত ‘অ্যাপোলো গ্যালারি’-তে ঢুকে পড়েছিল। সেখানকার দুটি প্রদর্শনী কেসের কাচ কেটে ঐতিহাসিক গয়নাগুলো নিয়ে যায়। ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত, সম্ভবত চোরেরা আগেই জায়গাটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল এবং নিরাপত্তার দুর্বল দিকগুলো বুঝে নিয়েছিল। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে এমন একটি দল, যারা আগেই জাদুঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে।’
রোববার (১৯ অক্টোবর) পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুরির সময় চোরেরা কয়েকটি জানালা ভেঙে ফেলে এবং অন্তত দুজন ভেতরে ঢোকে। লুট শেষে তারা মোটরসাইকেলে চড়ে প্যারিস থেকে এ৬ মোটরওয়ের দিকে দ্রুত পালিয়ে যায়। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র সাত মিনিটে।
ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া ৯টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। ঘটনাটির পরই জাদুঘর খালি করে দেওয়া হয় এবং ফরেনসিক দল তদন্ত শুরু করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশ করা না হলেও স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে বলেছেন, ‘এগুলো শুধু গয়না নয়, এগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিমেয়।’
প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল বলেছেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে ল্যুভরের মতো কঠোর পাহারা থাকা জায়গায় এমন সহজে চুরি সম্ভব হলো। এত দিন এমন দৃশ্য আমরা শুধু সিনেমায় দেখেছি।’
তিনি জানান, হঠাৎ জাদুঘর বন্ধ করে দেওয়ার পর জনসাধারণের ভেতর বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়।
ফরাসি রাজনীতিক জর্ডান বারদেলা এক্সে লিখেছেন, ‘ল্যুভর আমাদের সংস্কৃতির বৈশ্বিক প্রতীক। ফরাসি রাজকীয় গয়না চুরির এই ঘটনা আমাদের জন্য এক অসহনীয় অপমান।’
- ট্যাগ:
- জটিল
- দুর্ধর্ষ চুরি
- ল্যুভর মিউজিয়াম