
নোয়াখালীতে মসজিদে অনুষ্ঠান নিয়ে ছাত্রশিবির-যুবদলের সংঘর্ষ, আহত ৩০
নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদে অনুষ্ঠান করা নিয়ে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম।
সংঘর্ষের পর ছাত্রশিবির কর্মীরা মসজিদের ভেতরে এবং যুবদল কর্মীরা বাইরে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার কাশেম বাজার জামে মসজিদে আছরের নামাজের পর ছাত্রশিবিরের কর্মীরা কোরআন শিক্ষার আয়োজন করেন। মসজিদের এ ধরণের কর্মসূচি নিয়ে নেয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন আপত্তি তোলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
কর্মসূচিতে হামলার অভিযোগে রোববার দুপুরে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ছাত্রশিবির। আগের দিন হামলার প্রতিবাদে বিকালে ওই মসজিদে ‘দারসুল কোরআন প্রতিযোগিতার’ আয়োজনের ঘোষণা দেয় সংগঠনটি। এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।