
কোন ঋতুতে কোন সুগন্ধি ব্যবহার করবেন, জেনে নিন
আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে থাকেন। তবে সাধারণত একটি সুগন্ধির বোতল শেষ না হওয়া পর্যন্ত অনেকেই তা ব্যবহার করে থাকেন। আবার কেউ কেউ নানা ধরনের সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু ফ্যাশনসচেতন ব্যক্তিদের অভিমত, ঋতুভেদে সুগন্ধির ব্যবহার বদলে ফেলা উচিত। কারণ ঋতুভেদে সুগন্ধি বদলের নেপথ্যে একাধিক কারণ রয়েছে।
একটি গ্রীষ্মকালীন সুগন্ধি শীতকালের সুগন্ধির সঙ্গে একেবারেই মেলানো উচিত নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ, ত্বকের রাসায়নিক গঠন এবং মেজাজও বদলে যায়, যা একটি সুগন্ধির ঘ্রাণ ও শরীরে তার স্থায়িত্বকে প্রভাবিত করে থাকে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুগন্ধি পরিবর্তন করলে সতেজ ও স্বতন্ত্র থাকা যায়।
চলুন জেনে নেওয়া যাক, কোন ঋতুতে কোন সুগন্ধি ব্যবহার করবেন—
গ্রীষ্মকালে উগ্র সুগন্ধি ব্যবহার না করে হালকা ও সতেজ সুগন্ধি ব্যবহার করুন। ফল ও ফুলের থেকে তৈরি সুগন্ধি গরমকালে ব্যবহার করা উচিত। আর শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিছুটা জটিল মিশ্রণে তৈরি সুগন্ধি থেকে বেশি ফল পাওয়া সম্ভব। সে ক্ষেত্রে ঝাঁজালো কোনো সুগন্ধি ব্যবহার করলে অনেকক্ষণ তা স্থায়ী হয়।
- ট্যাগ:
- লাইফ
- সুগন্ধি ব্যবহার