You have reached your daily news limit

Please log in to continue


নোবেলজয়ী চীনা পদার্থবিদ চেন নিং ইয়াংয়ের মৃত্যু

বিশ্বের অন্যতম সুপরিচিত পদার্থবিদ নোবেলজয়ী চেন নিং ইয়াং ১০৩ বছরে বয়সে মারা গেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিসিটিভিতে প্রকাশিত এক শোকবার্তায় অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

প্যারিটি সূত্র নিয়ে কাজ করে ১৯৫৭ সালে আরেক তত্ত্বীয় পদার্থবিদ লি সুং-দাওয়ের সঙ্গে যৌথভাবে নোবেল পেয়েছিলেন তিনি।

তাদের কাজ পদার্থের মৌলিক গঠনকণিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কারের পথ তৈরি করেছিল, বলছে বিবিসি।

বেইজিংয়ের খ্যাতনামা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ইয়াং বিশ্ববিদ্যালয়টির আধুনিক গবেষণা ইনস্টিটিউটের সম্মানসূচক ডিনও ছিলেন।

১৯২২ সালে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে জন্ম নেওয়া ইয়াং ছিলেন বাবা-মা’র ৫ সন্তানের মধ্যে সবার বড়। তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বেড়ে ওঠেন, কারণ তারা বাবা ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন