তিন দলের ‘ইগো’ ঐকমত্যের পথে অন্তরায় সৃষ্টি করছে: এবি পার্টি

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০২:২৩

অন্তর্বর্তী সরকারের ‘আস্থাভাজন’ তিনটি রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এই তিন দলের ‘ইগো (অহংবোধ)’ ঐকমত্যের পথে অন্তরায় সৃষ্টি করছে।


শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান শেষে দেওয়া প্রতিক্রিয়ায় এবি পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। চেয়ারম্যানের পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদও সনদে স্বাক্ষর করেন।


এর আগে বিকেল পাঁচটায় জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও