
‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিল পুলিশ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর, বিস্ফোরণ
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছে। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
পরে ‘জুলাই যোদ্ধারা’ বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়।
বাইরে লাঠিসোঁটা হাতে একদল তরুণকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করছিল।
আজ শুক্রবার বেলা সোয়া একটার পর এ ঘটনা ঘটে। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউতে এক জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।