প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে ২০% প্রবৃদ্ধি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৫

রাজনৈতিক ডামাডোলে অর্থনৈতিক স্থবিরতায় গত অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ে যে ভাটা দেখা গিয়েছিল, তা সামলে ওঠার আভাস দেখা গেছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ২০ শতাংশ।


শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর আদায়ের সংস্থাটি বলেছে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের মোট আদায়ের পরিমান ৯০ হাজার ৮২৫ কোটি টাকা।


বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের মোট পরিমাণ ছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা।


অর্থাৎ চলতি অর্থবছরে প্রথম তিন মাসে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৫,২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, প্রবৃদ্ধির হার ২০ দশমিক ২১ শতাংশ।



স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও