নভেম্বরে আফ্রিকার দুটি দলের মুখোমুখি হবে ব্রাজিল

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১১:৫৫

দুটি প্রীতি ম্যাচ খেলে ২০২৫ সাল শেষ করবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী নভেম্বর মাসে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।


এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কার্লো আনচেলত্তির শিষ্যরা আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালকে মোকাবিলা করবে। তিন দিন পর ফ্রান্সের লিলে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।


সিবিএফ জানিয়েছে, আগামী ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার দলগুলোর বিপক্ষে খেলা তাদেরকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষ হওয়ার পর এই দুটি ম্যাচকে ব্রাজিলের প্রস্তুতি পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।


চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুটি দলের বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় দলটি। তবে পরের ম্যাচে জাপানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ৩-২ গোলে হেরে যায় তারা।


স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেন অভিজ্ঞ আনচেলত্তি। পরবর্তী বিশ্বকাপ শুরুর আগে হাতে থাকা সীমিত সময়ের মধ্যে দল গঠন ও কৌশল চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও