মেয়েদের তেঁতুল খেতে বলা হয় কিন্তু ছেলেদের নিষেধ করা হয় কেন?

যুগান্তর প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩১

তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। সে ছেলে হোক কিংবা মেয়ে— বছর আট হোক কিংবা ৮০। তেঁতুল মানেই আপনার জিভে পানি। কিন্তু আপনি জানেন কি, তেঁতুল একটা উপকারী ফল? এর অনেক পুষ্টিগুণ রয়েছে। 


যদিও প্রচলিত রয়েছে ছেলেদের তেঁতুল খেতে নিষেধ, কিন্তু মেয়েদের খেতে বাধা নেই। কিন্তু কেন মেয়েদের টক খেতে বলা হয়, ছেলেদের খেতে নিষেধ করা হয়? ভুল ধারণা মানুষের মনে— এটি খেলে রক্ত পানি হয়ে যায়। তবে এটি ঠিক নয়। বিষয়টি এমন— বরং তেঁতুল খেলে এটি ছেলে ও মেয়ে উভয়েরই উপকার হয়। 


তবে এক গবেষণা সূত্রে জানা গেছে, তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে। আর মেয়েদের জন্যও এটা অনেক কাজ করে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে। আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয়, বিশেষ করে প্রতিমাসে তো হয়ই, আর প্রেগন্যান্সির সময়েও। এটি খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে। ফলে মেয়েদের স্বাস্থ্য ঠিক থাকে এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মা ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে। 


তাই এটি কারও জন্য নিষেধ নয়; বরং সীমার মধ্যে সবারই খাওয়া উচিত। এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র। টক খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে, যা আমাদের জন্য জরুরি। তাই পরিমিত টক খেলে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই উপকারী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও