You have reached your daily news limit

Please log in to continue


সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন কারিগরিতে

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১। সে হিসাবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪টি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ২৬ হাজার ৬৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপরই রয়েছে রাজশাহী—১০ হাজার ১৩৭ জন। দিনাজপুরে ৬ হাজার ২৬০, চট্টগ্রামে ৬ হাজার ৯৭, যশোরে ৫ হাজার ৯৯৫, মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮, কুমিল্লায় ২ হাজার ৭০৭, ময়মনসিংহে ২ হাজার ৬৮৪, বরিশালে ১ হাজার ৬৭৪, সিলেটে ১ হাজার ৬০২ এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন