
ইসির নির্বাচনী পরিকল্পনায় জামায়াতের ছায়া: অভিযোগ বিএনপির
প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) একাংশের কর্মকর্তারা জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তাদের আশঙ্কা, এই কর্মকর্তারা জাতীয় নির্বাচনকে জামায়াতের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।
এরই পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনের আগে তাদের উদ্বেগ উত্থাপন ও 'জরুরি সংশোধনমূলক ব্যবস্থা' চাইতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে পৃথকভাবে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'বিএনপির একটি প্রতিনিধিদল শিগগির এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সিইসির সঙ্গে দেখা করবে।'
সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়েছিলেন।
একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, 'যদি জামায়াত-সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালন করেন, তাহলে ভোট কারচুপি বা নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।'