
ভারতে হিজাব পরায় মুসলিম ছাত্রীকে ক্লাসে ঢুকতে বাধা, ফের বিতর্কের ঝড়
jagonews24.com
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৩২
ভারতে হিজাব পরায় মুসলিম ছাত্রীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় ফের বিতর্কের ঝড় শুরু হয়েছে। এবার ঘটনাটি ঘটেছে দেশটির কেরালা রাজ্যের একটি স্কুলে।
জানা যায়, সম্প্রতি কেরালার এর্ণাকুলাম জেলার পল্লুরুথিতে একটি চার্চ-পরিচালিত স্কুলে হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয় অষ্টম শ্রেণির এক মুসলিম ছাত্রী।
ঘটনাটি ঘটেছে সেন্ট রিতা’স পাবলিক স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের ‘পোশাকবিধি’ ভঙ্গ করায় ওই ছাত্রীকে শ্রেণিকক্ষের দরজায় দাঁড় করিয়ে হিজাব খুলতে বলা হয়।
এর প্রতিবাদ করেন ভুক্তভোগী ছাত্রী। তিনি বলেন, এই স্কুল আমাকে হিজাব পরতে দিচ্ছে না। তারা আমাকে দরজায় দাঁড় করিয়ে বলেছে হিজাব খুলে ফেলতে। শিক্ষকরা রূঢ় ছিলেন। আমি এখানে পড়বো না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হিজাব
- হিজাব আইন