চাকসু: ভোটার উপস্থিতি নিয়ে আশায় প্রশাসন, ‘ছুটি’ ও ‘দূরত্ব’ নিয়ে শঙ্কায় প্রার্থীরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।


সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনি প্রচার- প্রচারণা। সাড়ে দিন দশক পর বুধবার ভোটের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।


বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটের ২৭ হাজারের বেশি শিক্ষার্থী তাদের সংযুক্ত ১৪টি হল এবং একটি হোস্টেলের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ জমা দিলেও ভোটের আমেজে কমতি দেখা যাচ্ছে না।


দেশের ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে নেই কোন সরকার সমর্থক ছাত্র সংগঠন। নির্বাচনের আগে প্রচার-প্রচারণায় নিজেদের মধ্যে কোনো হানাহানি কিংবা বিশৃঙ্খলাও শোনা যায়নি। সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীরাও ভোটের আমেজটা উপভোগ করছেন।


চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে পরস্পরবিরোধী যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোকে আচরণবিধির ‘সামান্য বরখেলাপ’ মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।


নির্বাচন কমিশনও তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও