
ঘানা আবার বিশ্বকাপে, স্বপ্ন দেখছে ৫৫ হাজার মানুষের দেশ ফারো আইল্যান্ড
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৩
আফ্রিকার ঘানা পঞ্চমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। অন্যদিকে ইউরোপের ছোট্ট দ্বীপদেশ ফারো আইল্যান্ড চেক রিপাবলিককে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে।
ঘানার গৌরবময় প্রত্যাবর্তন
রবিবার আক্রায় কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ঘানা নিশ্চিত করেছে ২০২৬ সালের বিশ্বকাপে তাদের জায়গা। টটেনহ্যামের ফরোয়ার্ড মোহাম্মদ কুদুসের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলই ঘানাকে এনে দিয়েছে সেই কাঙ্ক্ষিত সাফল্য। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ আই-এ শীর্ষে শেষ করেছে, আর মালির কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার।