১১ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ৪৮ কোটি টাকা

এনটিভি প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৯:০৯

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ৪৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম ১১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি চার লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ লাখ ৪০ হাজার ডলার।


দেশের ব্যাংকগুলোর মধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও