তালিকার বাইরে থাকা প্রতীক কখনো কাউকে দেওয়া হয়নি: সিইসি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় দাবি করা প্রতীকটি না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যায়নি বলে প্রচলিত নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


তবে তিনি এও বলেছেন, কমিশন চাইলে প্রতীক বাড়াতে ও কমাতে পারে।


রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।


তিনি বলেন, “নিয়ম হলো তালিকাভুক্ত যেসব প্রতীক আছে, সেখান থেকে নিতে হবে। এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা প্রতীক কমিশন কাউকে দেয়নি। তবে কমিশন চাইলে প্রতীক বাড়াতে ও কমাতে পারে।”


সিইসি বলেন, আগে ১১৫টি প্রতীক ছিল না, এখন আছে।


কমিশন এর আগেও জানিয়েছে, ভোটের মার্কা হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলাকে’ ব্যবহার না করার বিষয়ে তাদের নীতিগত সিদ্ধান্ত নেওয়া আছে।


দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছিল নাগরিক ঐক্য। ইসি সেই আবেদনও নাকচ করে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও