You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের ‘নিশি' প্রথমবার জিতল এমা পুরস্কার

৩৫তম পরিবেশবিষয়ক গণমাধ্যম পুরস্কারে প্রথমবারের মতো পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘নিশি'। নির্মাতা গোলাম রাব্বানীর এই 'নিশি' শিক্ষার্থী বিভাগে পুরস্কৃত হয়েছে। এর মাধ্যমে এমা পুরস্কারের মঞ্চে প্রথমবার বাংলাদেশের নাম উঠল বিজয়ীর তালিকায়।

গল্প ও চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। সহপরিচালক জহিরুল ইসলাম। পুরস্কার ঘোষণা করা হয় ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় লস এঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও কেন্দ্রে।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, এই মনোনয়নের মাধ্যমে ‘নিশি' বিশ্বের সেরা তিনটি শিক্ষার্থী সিনেমার একটি হিসেবে স্বীকৃতি জানিয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গৌরবময় অর্জন।

গোলাম রাব্বানী বললেন, ‘খবরটা আসলেই আনন্দের। এমা পুরস্কারের ৩৫তম আসরে আমাদের 'নিশি' পুরস্কার পেল—এটি প্রথমবার কোনো বাংলাদেশি ছবির অর্জন। এটা বাংলাছবির ইতিহাসে গর্বের মুহূর্ত। এই প্রাপ্তি আমার কাজকে আরও বেগ দিতে সাহায্য করবে। আমি সবসময় প্রাণ ও প্রকৃতির গল্প বলতে চাই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন