
প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার অধিকারকে সম্মান জানাই: তারেক রহমান
বিএনপি এমন এক বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মেয়েশিশু স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে, ঠিক যেমনটা তাদের বাবা-মা চায়। আজ শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, 'আসুন, প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাই।'
তারেক রহমান আরও বলেন, 'একজন কন্যার বাবা হিসেবে আমি জানি, নারীর ক্ষমতায়ন শুধু একটি নীতি নয়, এটি একটি ব্যক্তিগত অনুভূতির বিষয়।'
বিএনপি সরকার অতীতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রেখেছে এবং সুযোগ পেলে ভবিষ্যতে আরও বেশি কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে ফেসবুক পোস্টে করেন তিনি।
তিনি বলেন, 'আমরা দেখেছি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে পোশাক খাতের বিকাশে নেতৃত্ব দিয়েছিলেন, যা শুধু একটি শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর মাধ্যমে লাখ লাখ নারী আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে প্রবেশ করে আয়, সম্মান ও স্বাধীনতা অর্জন করেন। তার তত্ত্বাবধানেই নারী ও মেয়েদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য নারীবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল।'