
রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!
দীর্ঘ সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে মাঠের চিত্রও স্পষ্ট হয়ে উঠছে, সেখানে হলের বাইরে থাকা শিক্ষার্থীদের ‘নিয়ামক’ মনে করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, অনাবাসিক শিক্ষার্থীরা জয়-পরাজয় নির্ধারণ করে দিতে পারেন।
যেসব কারণ তারা যুক্তি হিসেবে তুলে ধরছেন সেগুলোর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় নির্বাচনি আবহ থেকে দূরে থাকা এবং ভোটের দিন তাদের উপস্থিতি নিয়ে শঙ্কা অন্যতম।
ক্যাম্পাসের বাইরে থাকা এই শিক্ষার্থীদের কাছে প্রার্থীরাও পৌঁছাতে পারছেন না অনেক ক্ষেত্রে- যা ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নানা ঘটনায় উত্তেজনা ও অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচনের ভোটগ্রহণের দিন কয়েক দফা পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতো রাজশাহী কলেজ ও বড়কুঠিসহ বিভিন্ন স্থানে।