 
                    
                    শহীদ জিয়ার জন্মস্থানে কে হবেন প্রার্থী—খালেদা জিয়া না তারেক রহমান
রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী নিয়ে চলছে গুঞ্জন।
স্থানীয় নেতারা মনে করছেন, বিএনপি থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নয়তো তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারেন। তারা এখানে সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। তবে জামায়াতে ইসলামী থেকেও হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে এই আসনে।
আসনটিতে ভোটার রয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ২৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ ৫৭ হাজার ২৭৩। নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ৯৮৩ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
বিএনপির প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা
বগুড়া-৭ আসনের রাজনৈতিক দৃশ্যপট সবসময়ই উত্তপ্ত থাকে। কারণ এটি শীর্ষ নেতা ও জাতীয় প্রতিপক্ষের জন্য সংরক্ষিত আসন হিসেবে বিবেচিত। আসনটিতে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ ও তিনটি উপনির্বাচন হয়েছে। এর মধ্যে ১০ বারই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী দুইবার করে ও একবার স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। আসনটিতে পাঁচবার নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন খালেদা জিয়া। তিনি আসন ছেড়ে দেওয়ার পর তিনবার উপনির্বাচনে হেলালুজ্জামান তালুকদার লালু ও একবার প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ জয়ী হয়েছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                