হারের পর ব্যাটিং নিয়ে সেই পুরনো আক্ষেপ শোনালেন মিরাজ

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২১

ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশের খেলোয়াড়রা নিয়মিতই বলেন, তারা 'এত' রান কম করেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখে শোনা গেল সেই পুরনো আক্ষেপ।


বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে একসময় নেমে ভালো অবস্থানে থেকেও ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় তারা। জবাবে ১৭ বল হাতে রেখে ৫ উইকেটে ২২৬ রান তুলে জয় নিশ্চিত করে সিরিজে এগিয়ে গেছে আফগানরা।


টপ অর্ডার হতাশ করার পর মিরাজ ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৪। তখন ভুল বোঝাবুঝিতে হৃদয় রানআউট হয়ে ১৪২ বলে ১০১ রানের জুটি ভাঙলে মড়ক লাগে ইনিংসে। মিরাজের পর জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান অল্পতে কাটা পড়েন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের গুগলিতে। শেষ ৭ উইকেট খুইয়ে বাংলাদেশ জমা করতে পারে মাত্র ৬৭ রান।


টসের সময় মিরাজ জানিয়েছিলেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে এবং ২৮০ রান করতে পারলে ভালো হবে। কিন্তু বাজে ব্যাটিংয়ে প্রত্যাশিত পুঁজি মেলেনি। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'এই উইকেটে আমরা ৪০ রান কম করেছি। যদি ২৬০ রান করতে পারতাম, তাহলে অবশ্যই ভালো হতো। কারণ, আমাদের বোলিং ভালো। আমরা (ওভারপ্রতি) খুব বেশি রান দেইনি। সমস্যা হলো শেষের দিকে, আমাদেরকে জুটি গড়তে হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও