মাঠ পর্যায়ের কর্মকর্তারা কথা শোনে না, অনুযোগ এনবিআর চেয়ারম্যানের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ২০:৪৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়, মাঠ পর্যায়ে কাস্টম হাউজ, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের অনেক কর্মকর্তারা তা ‘মানেন না’ বলে অনুযোগ করলেন এ সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


তিনি বলেছেন, “আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে যে আমরা নির্দেশ দিই, মাঠ পর্যায়ে মানে না।”


আর সেজন্য ব্যবসায়ী ও পেশাজীবীদেরও ‘দায়’ আছে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, “আপনারা ব্যবসায়ীরা আছেন, প্রফেশনালরা আছেন, আপনাদেরও দোষ আছে। আপনি এগুলো সহ্য করেন কেন? মানে আপনার টাকায় তাদের বেতন হয়, আর তারা সরকারের নির্দেশ মানবে না, আর আপনারা এগুলো সহ্য করবেন খালি?


“আপনারা যত সহ্য করবেন তারা এগুলো তত বেশি অনিয়ম করবে। সুতরাং আপনাদের সহ্য ইয়েটা একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটা থেকে আপনাদের সহ্য না করে আপনাদেরকে কমপ্লেইন করতে হবে।”


বুধবার এনবিআরের রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সঙ্গে ‘মিট দ্যা বিজনেজ’ আয়োজনে এসব কথা বলছিলেন আবদুর রহমান খান।


এখন অনলাইনে সহজেই অভিযোগ জানানো যায়, সে কথা তুলে ধরে ব্যবসায়ীদের তিনি ‘হুইসেল ব্লোয়ারের’ ভূমিকা নিতে বলেন।


এনবিআর চেয়ারম্যান বলেন, “কমপ্লেইন আপনারা অনলাইনে করতে পারেন। কী ঘটনা ঘটেছে, কী করতে চান…। আমরা কিন্তু আবার এটা ইনকয়ারি করব। ইনকয়ারি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। এখন তো শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।


“এবং আমরাও অনেক ইনফরমেশন হুইসেল ব্লোয়ারদের মাধ্যমে পাচ্ছি। আপনারা হুইসেল ব্লো না করলে তো সিচুয়েশন উন্নতি হবে না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও