
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন এই আপডেটে রিলস ফিডে আসছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” ও আরও বুদ্ধিমান এআই-নির্ভর সাজেশন সিস্টেম।
মেটার দাবি, এই আপডেট ফেসবুককে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তুলবে। যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত থাকবেন এবং পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাবেন।
মঙ্গলবার মেটা ঘোষণা দেয়, নতুন রিলস অ্যালগরিদমে এখন নতুন ও সাম্প্রতিক ভিডিওগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন রিলস দেখতে পাবেন। একই সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রিকমেন্ডেশন টুল। যা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেবে।
মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কোনো ব্যবহারকারী এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বুঝে একই ধরনের কনটেন্ট আরও বেশি দেখাবে। আবার কেউ যদি এসব পছন্দ না করেন, তবে অ্যালগরিদম তা দ্রুত শনাক্ত করে সেই ধরণের ভিডিও কম দেখাবে।”
নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে সহজ ‘Not Interested’ বোতাম, ভিডিও সেভ ও পার্সোনাল কালেকশন সাজানোর সুবিধা। এতে ব্যবহারকারীরা এখন নিজের দেখার অভিজ্ঞতা নিজে কিউরেট করতে পারবেন। শুধুমাত্র অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- ফেসবুক