‘বাবার প্রতি মানুষের ভালোবাসা ২৭ বছরেও কমেনি’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১৩:২৬

বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো জসিম পৃথিবী মায়া ছেড়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। মাত্র ৪৮ বছর বয়সে চলে যাওয়া এই নায়কের মৃত্যুদিনে এবারও পরিবার তাকে স্মরণ করেছে নীরবে।


জসিমকে নিয়ে ছোট ছেলে এ কে রাহুলের কাছে বাবার স্মৃতি অনেকটাই ‘আবছা’; তবে মায়ের কাছ থেকে শোনা গল্পে জেনেছেন, জসিম ছিলেন ‘উদার, হাসিখুশি এবং অপরূপ মানবিক গুণের’ একজন মানুষ।


রাহুল গ্লিটজকে বলেন, “আম্মা সবসবময় বলতেন, ‘লাখের মধ্যে একটা মানুষ ছিল তোর বাবা। এমন মানুষ আর কখনো আসবে না’।”


১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান জসিম। বুধবার এই অভিনেতার ২৭তম মৃত্যুবার্ষিকীতে জসিমের ছোট ছেলে সংগীতশিল্পী এ কে রাহুল বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন গ্লিটজের সঙ্গে।


শৈশবে বাবাকে হারানো তিন ছেলে এ কে সামী, এ কে রাতুল এবং এ কে রাহুলকে একা বড় করেছেন তাদের মা নাসরিন।


তিন ছেলে বাবার পথ ধরে অভিনয়ে আসেননি। তারা নিজেদের খুঁজে পেয়েছেন গানের জগতে। তবে এর মধ্যে পরিবারে নেমে আসে আরেকটি শোক। দুই মাস আগে চলে গেছেন জসিমের মেজ ছেলে এ কে রাতুল। বাবার কবরেই শায়িত হয়েছেন তিনি।


রাহুল বলেন, “২৭ বছর আগে বাবাকে হারালাম, দুই মাস আগে ভাইকে হারালাম। বাবার জন্মবার্ষিকী বা মৃত্যুদিন আমরা পারিবারিকভাবে নিজেদের মধ্যে রাখি। তবে ভালো লাগে, বাবার প্রতি মানুষের ভালোবাসা ২৭ বছর পরেও একটুও কমেনি। এটা ভেবেই আবেগে ভেসে যাই। আমাদের মনে করিয়ে দেয়, বাবা কত বড় মাপের মানুষ ছিলেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত