বুলবুল এবার ‘লম্বা ইনিংস’ খেলার অপেক্ষায়

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪১

মাত্র চার মাসের মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সংক্ষিপ্ত সময়ে এত বড় দায়িত্ব নিয়ে কী করে দেখাতে চান, এ প্রশ্নে বুলবুল বলেছিলেন ‘একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে চান, যেটা মানুষ মনে রাখবে। টি-টোয়েন্টি ইনিংস খেলতে খেলতে বুলবুলের সামনে এসেছে ‘ফরম্যাট’ বদলের সুযোগ। এখন তিনি ‘লম্বা টেস্ট ইনিংস’ খেলার অপেক্ষায়।


গতকাল শেষ হয়েছে বুলবুলের নেতৃত্বাধীন সবশেষ পরিচালনা পর্ষদের মেয়াদ। আজ বিসিবির নির্বাচন। বিসিবি সভাপতি হিসেবে কতটা কঠিন পরীক্ষা দিতে হয়েছে গত চার মাসে, সেটি বুলবুল তুলে ধরেছেন তাঁর ক্রিকেটীয় ভাষায়, ‘মাঠে টেকনিক থাকে। একটার বেশি বাউন্সার দিতে পারবেন না, নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে। এখানে অনেক বিমার এসেছে!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও