
বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচনে স্রেফ আনুষ্ঠানিকতাই বাকি
ভবনের চূড়া থেকে ঝুলিয়ে রাখা হয়েছে বিশাল আকারের একেকটি ব্যানার। প্রার্থীরা নিজেদের উপস্থাপন করেছেন চটকদার নানা কথায়। নির্বাচনের আগের দিন এসবই দেখা গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। নাজমুল হাসান (পাপন) বোর্ড সভাপতি থাকার সময়ও এমনটি দেখা যেত। নির্বাচনের আগে ব্যানারে ব্যানারে ছেয়ে যেত দেয়াল। বিসিবি যেন রূপ নিত রাজনৈতিক দলের নির্বাচনী অফিসে। মজার ব্যাপার হলো, নির্বাচন হতো স্রেফ দু-একটি পদে। বাকি সব ছিল সাজানো।
সময়ের স্রোতে নাজমুল ও তার ঘনিষ্ঠরা এখন ভেসে গেছেন। তবে রয়ে গেছে তাদের ছায়া। নতুন রূপে তা পেয়েছে কায়া। সাজানো চিত্রনাট্য, পরিকল্পিত ছক অনুসরণ করে পাতানো নির্বাচনের দৃশ্যায়ন মঞ্চস্থ হচ্ছে আবার। স্রেফ ধরন আলাদা, কুশীলবরা ভিন্ন।
রাজধানীর একটি হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিসিবি পরিচালক পদে ভোটগ্রহণ। তিনটি ক্যাটেগরিতে পরিচালক হবেন ২৩ জন। বাকি দুজন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়।