
গিসেলে বন্দচেনের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
ব্রাজিলে একদল প্রতারক ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে সুপার মডেল গিসেলে বন্দচেনের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা করেছে। দেশটির পুলিশ বলছে, এই প্রতারণার মাধ্যমে চক্রটি প্রায় ২০ মিলিয়ন রেইস (প্রায় ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নিয়েছে।
সম্প্রতি এক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি রাজ্যে সন্দেহভাজনদের সম্পদ জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, প্রতারকরা ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে বন্দচেনসহ বিভিন্ন তারকার কৃত্রিম ভিডিও ব্যবহার করে ভুয়া পণ্য ও সেবার প্রচার চালাতো।
২০২৪ সালের আগস্টে এক ভুক্তভোগী অভিযোগ করেন, বন্দচেনের পরিবর্তিত ভিডিও ব্যবহার করে তাকে একটি স্কিনকেয়ার পণ্য কিনতে প্রলুব্ধ করা হয়েছিল। আরেকটি বিজ্ঞাপনে তার চেহারা ব্যবহার করে গিভঅ্যাওয়ে অফার দেখানো হয়। যেখানে মানুষকে শিপিং ফি দিতে বলা হলেও কোনো পণ্য সরবরাহ করা হয়নি।