
মেটা এআই চ্যাটবটে কথোপকথনের তথ্য ব্যবহার করবে বিজ্ঞাপন দেখানোর কাজে
মেটা তাদের গোপনীয়তা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এর প্রভাব পড়বে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের কোটি কোটি ব্যবহারকারীর ওপর। আগামী ১৬ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের এআই চ্যাটবট ও অন্যান্য সৃজনশীল টুল ব্যবহারের তথ্য বিজ্ঞাপন পার্সোনালাইজেশনের কাজে লাগানো হবে।
মেটার এআই চ্যাটবট ও অন্যান্য সুবিধা আগের মতোই বিনা মূল্যে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি কোনো অর্থ নেওয়ার পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। তবে বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোই এ পরিবর্তনের মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপনই মেটার আয়ের প্রধান উৎস এবং নতুন নীতির মাধ্যমে সে আয় আরও শক্তিশালী হবে। মেটা বলছে, এআই ব্যবহারের তথ্য কাজে লাগানো হলে বিজ্ঞাপন আরও প্রাসঙ্গিক মনে হবে। যদি কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের চ্যাটবটে ব্যায়াম পরিকল্পনা চান, তবে পরে ইনস্টাগ্রামে তার সামনে ফিটনেস সামগ্রীর বিজ্ঞাপন আসতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, এতে নতুন ধরনের উদ্বেগও তৈরি হবে। ব্যবহারকারীর কাছে সহায়ক টুল আর নজরদারি ব্যবস্থার সীমারেখা অস্পষ্ট হয়ে উঠতে পারে। কারণ, কোনো ধরনের অপ্ট–আউট সুবিধা থাকবে না। ফলে ভ্রমণসংক্রান্ত তথ্য খোঁজা থেকে শুরু করে রান্নার রেসিপি পর্যন্ত প্রতিদিনের নানা প্রশ্নই মেটার বিজ্ঞাপন নেটওয়ার্কে যুক্ত হবে।