আর নয় অন্যের ভরসা! ভ্রমণে যেভাবে তুলবেন নিজের ‘পারফেক্ট’ ছবি ও ভিডিও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৪১

বেড়াতে গেলে মনের মতো ছবি বা ভিডিও তোলা অনেকেরই পক্ষে হয়ে ওঠে না। সঙ্গী কেউ ভালো ক্যামেরাম্যান না হলে ঝামেলা আরও বাড়ে। আবার একলা ভ্রমণে গেলে তো ছবি তোলার মানুষই মেলে না। তবু হতাশ হওয়ার কিছু নেই—নিজের ছবি বা ভিডিও নিজেই দারুণভাবে তুলতে পারেন, যদি জানেন কয়েকটি সহজ কৌশল।


সঙ্গে রাখুন গরিলাপড, ট্রাইপড এবং সেলফি স্টিক


ছোট, হালকা ওজনের দুটি জিনিস—সেলফি স্টিক ও গরিলাপড—হতে পারে দারুণ সহায়ক। সেলফি স্টিক দিয়ে যেমন ছবি তোলা যায়, ঠিক তেমনভাবেই ভিডিও শুটও সম্ভব। বেশির ভাগ স্টিকেই এখন রিমোট বোতাম থাকে, ফলে দূর থেকে বসেই ভিডিও শুরু ও বন্ধ করতে পারেন।


গরিলাপডের সুবিধা হলো, এর ত্রিপায়া স্ট্যান্ড ইচ্ছামতো বাঁকানো যায়। গাছের ডাল, বেঞ্চ বা ঝুলন্ত সেতুর রেলিং—যেখানেই চান, সেট করে নিতে পারবেন। এতে ভিন্ন ভিন্ন কোণ থেকে শট নেওয়া সহজ হয়।


বেছে নিন সঠিক ক্যামেরা 


ভ্রমণ ভিডিওর জন্য হালকা ও আধুনিক ক্যামেরা সবচেয়ে ভালো। এমন ক্যামেরা বেছে নিন, যার স্ক্রিন ঘুরিয়ে নিজের শট দেখা যায়। এতে ফ্রেম ঠিক করা সহজ হয়। মোবাইল দিয়েও এখন দারুণ এইচডি মানের ভিডিও তোলা যায়।


লেন্সের ব্যবহার


ভিডিওতে চওড়া বা ছড়ানো ভিউ পেতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাজে দেবে। আবার নির্দিষ্ট দূরত্বে কোনো বিষয় স্পষ্টভাবে ধরতে চাইলে আলাদা লেন্স ব্যবহার করুন।


মাইক্রোফান


ভ্লগিংয়ের জন্য ভালো মাইক্রোফোন অপরিহার্য। নিজের বক্তব্য, নদীর কলকল বা পাখির ডাক—যা-ই রেকর্ড করতে চান, মাইক্রোফোন ঠিক জায়গায় বসিয়ে রাখলে শব্দ আসবে স্পষ্ট ও পরিষ্কার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও