জাতীয় সংসদ নির্বাচন: আসন ভাগে দর-কষাকষি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩০

ঘোষিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর চার-সাড়ে চার মাস। ভোটে জিতে সরকার কীভাবে গড়া যায়, সেই হিসাব আর কৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলো। তবে দলগুলোর মধ্যে বড় ধরনের এপাশ-ওপাশ বা জোট গঠনের ইঙ্গিত এখনো মেলেনি। কিন্তু সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন নেতারা। কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেওয়া হবে, তা নিয়ে চলছে জোর দর-কষাকষি।


রমজান শুরুর আগে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। সেই হিসাবে নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ দিকে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে প্রার্থী যাচাই-বাছাই ও নির্ধারণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো।

বিএনপির কাছে শতাধিক আসন চায় সমমনা দলগুলো


নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে অন্যতম বড় দল বিএনপি, চলছে প্রার্থী বাছাই। সব ঠিক থাকলে চলতি মাসেই আসনভিত্তিক একক প্রার্থী ঘোষণা দিতে চায় দলটি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চায় বিএনপি। এ জন্য তাদের সঙ্গে জোট অথবা আসন ছাড়েরও পরিকল্পনা আছে দলটির।

বিএনপি ও এর সমমনা দলগুলোর সূত্র বলছে, বিএনপির কাছে মিত্র দলগুলো শতাধিক আসন দাবি করেছে। তবে মিত্রদলগুলোর কাছ থেকে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি। বেশ কয়েকটি দল ও জোট এরই মধ্যে তালিকা দিয়েছে। দু-এক দিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে। আর মিত্র কয়েকটি দলের একাধিক নেতা তালিকা নিয়ে আবার লন্ডনেও গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে। কেউ আবার আগেই সবুজসংকেত পেয়ে মাঠে কাজ শুরু করেছেন।


জানা গেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ লন্ডনে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, আগামী নির্বাচনে বিএনপির কাছে অন্তত ১৫টি আসন চাইবে তারা।


এ ছাড়া গণতন্ত্র মঞ্চ বিএনপির কাছে অর্ধশত আসন চায় বলে জানা গেছে। তারা ইতিমধ্যে তাদের এই চাওয়া বিএনপিকে জানিয়েছে। গতকাল শনিবার এ নিয়ে দুই পক্ষের বৈঠকও হয়।
আর অন্তত ২০ আসন চেয়েছে ১২ দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি আসন। অন্য সমমনা দলগুলোরও আসন নিয়ে এমন চাওয়া রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও