জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা অন্তরায়, তাদের সঙ্গে ঐক্য নয়: মামুনুল হক

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ২১:১৭

জুলাই জাতীয় সনদ অবিলম্বে বাস্তবায়ন না হলে তা শুধু একটি ‘কাগজের দলিল’ হিসেবেই থেকে যাবে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যারা জুলাই সনদের আন্দোলনে নেই, তাদের সঙ্গে এ মুহূর্তে আমাদের কোনো রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না। আর জুলাই সনদের বাস্তবায়নের পথে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে, তাদের সঙ্গে কোনো প্রকার ঐক্যের সম্পর্ক আমাদের থাকতে পারে না।’


আজ শনিবার রাজধানীতে দলের এক প্রশিক্ষণ মজলিশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফেনী সমিতি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ তাঁর দলের ঘোষিত পাঁচ দফা দাবি সাধারণ মানুষের বোধগম্য ভাষায় উপস্থাপনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মামুনুল হক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও