সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২৪

দেশে গত সেপ্টেম্বর মাসে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত হয়েছে, আহত হয়ে ৬৮২ জন।


এর মধ্যে কেবল ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৪৩ জনের; মোটর সাইকেল দুর্ঘটনার হার ৩৩.৮৭ শতাংশ, নিহতের হার ৩৪.২৯ শতাংশ।


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।


৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করার কথা জানিয়েছে বেসরকারি সংস্থাটি।


তাদের হিসাবে, সেপ্টেম্বর মাসের দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬.৮৫ শতাংশ।


যানবাহনভিত্তিক নিহতের সংখ্যার হিসাবে দেখা গেছে, বিভিন্ন ধরনের তিন চাকার যানের যাত্রী ৬৯ জন, বাসের যাত্রী ৩৫ জন, ট্রাক-কভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর আরোহী ২৩ জন, প্রাইভেটকার আরোহী ৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৬ জন এবং বাইসাইকেল ও রিকশা আরোহী ১১ জন সড়কে প্রাণ হারিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও