শান্তির জন্য ‘প্রস্তুত হামাস’, গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প

বিডি নিউজ ২৪ গাজা প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের কিছু শর্ত মানতে ও জিম্মিদের মুক্তি দিতে রাজি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন।


শুক্রবার ট্রাম্পের এমন নির্দেশনার পরও গাজায় ইসরায়েল বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে। হামাস কিছু শর্ত মানতে রাজি হলেও তাদের আত্মসমর্পণের বিষয়টি সুরাহা না হওয়ায় মার্কিন পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তা নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে।


হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে তারা ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম পর্ব ‘শিগগির বাস্তবায়নে’ প্রস্তুত।


এরপর ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির রাজনৈতিক মহলও সামরিক বাহিনীকে গাজায় অভিযানের তীব্রতা কমিয়ে আনার নির্দেশ দেয় বলে ইসরায়েলি সংবাধমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


ট্রাম্প এর আগে তার ২০ দফা পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, তার কিছুক্ষণ পরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি তাদের প্রতিক্রিয়া জানায়

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও