১৫১ রান তাড়া করতে গিয়ে বিনা উইকেটে ১০৯। সেটাও ১২ ওভার না হতেই। এই ম্যাচটি তো হেসেখেলেই জেতার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বরাবরের মতো সমর্থকদের বুকে ব্যথা বানিয়েই জিতলো টাইগাররা।
এক পর্যায়ে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে দিয়েছিল হারের শঙ্কায়। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান আর লোয়ার অর্ডারের রিশাদ হোসেনের জুটিতে মান বেঁচেছে। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেটে।