রাজনৈতিক আশ্রয় লাভ করে ইউরোপ বা আমেরিকায় নাগরিকত্ব পাবে, এমন বাংলাদেশিদের স্বপ্ন চুরমার করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘নিরাপদ’ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। এ প্রথম এমন বিপত্তি বাধিয়েছে ওরা। কি করে ঘটল? ইতালি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তরে জানিয়েছে, তারা আর বাংলাদেশের লোককে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না। তাদের বক্তব্য, বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে নিরাপদ রাষ্ট্র। খবর অনুযায়ী, ইউরোপীয় কমিশনের ১৬ এপ্রিল প্রকাশিত তালিকায় বাংলাদেশ, কসোভো, কম্বোডিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিশিয়ার নাম অন্তর্ভুক্ত।
মূলত, ইতালির লোকজন ও প্রশাসন বাংলাদেশের মানুষদের নানাবিধ নেতিবাচক আচরণে প্রচণ্ড বিরক্ত। ২০০৪ সালের অক্টোবরে জার্মানি থেকে সুইজারল্যান্ড হয়ে ইতালির রাজধানী রোমে প্রবেশ করে সে অভিজ্ঞতা আমার। আসলে আমাদের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই এ পথ তারা বেছে নিয়েছে। তবে যে কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকুক, যারা এরই মধ্যে সেখানে পাড়ি দিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, তাদের ভবিষ্যৎ জটিল আবর্তে পড়ল।