কী আছে ট্রাম্পের ২০ দফায়: ‘চিরশান্তির’ প্রস্তাব নাকি ‘চিরস্থায়ী বন্দোবস্তের’ প্রক্রিয়া
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ১১:২১
বাংলার মানুষের কাছে 'চিরস্থায়ী বন্দোবস্ত' বলতে সাধারণত শোষণের পাকাপোক্ত ব্যবস্থাকেই বোঝায়। ১৭৯৩ সালে দখলদার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক লর্ড কর্নওয়ালিস এই অঞ্চলে ব্রিটিশ দখলদারিত্বকে স্থায়ী রূপ দিতেই জমির ওপর ইংরেজভক্ত জমিদারদের নিরঙ্কুশ মালিকানার ব্যবস্থা করেন। ইতিহাসের পরিক্রমায় সেই পুরোনো ব্যবস্থার আধুনিক রূপ কি দেখতে যাচ্ছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা?
ইতিহাসবিদদের অনেকে মনে করেন—ব্রিটিশ সাম্রাজ্যের নীতিনির্ধারকরা শুধুমাত্র রাজস্ব আহরণের জন্যই এই অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেননি, তারা তাদের দখলদারিত্বকে স্থায়ী করতে প্রশাসন, বিচার ও পুলিশ বিভাগকে নিজেদের কাজে লাগানোর কৌশল হিসেবে এটি প্রবর্তন করেছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জমিদার
- ভূরাজনীতি