
ফেনীতে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
দেশ রূপান্তর
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৬
ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গিয়ে সড়কের পাশের দোকানে পড়েছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম শ্রাবণ, অন্যজন শামীম আরা বেগম। তাদের বাড়ি দাগনভূঞা উপজেলায়। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।