
গুগলের সব প্লাটফর্মে আসেছে গ্রেডিয়েন্ট ‘G’ লোগো
ডেইলি স্টার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১১:৫২
গুগলের গ্রেডিয়েন্ট 'G' লোগো এখন থেকে সব প্লাটফর্মে ব্যবহার করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, সোমবার গুগল ঘোষণা করেছে, এ বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএসের গুগল অ্যাপে নতুন লোগোটি প্রথম যায়। তবে খুব শিগগিরই এটি গুগলের সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে।
প্রায় ১০ বছর পর এটি গুগলের প্রথম বড় লোগো পরিবর্তন।
এর আগে, ২০১৫ সালে গুগল তাদের রঙিন 'G' লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল রং আলাদা রেখেছিল। কিন্তু নতুন লোগোতে চারটি রং একসঙ্গে মিশে গেছে এবং আরও উজ্জ্বল হয়েছে।