কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধা চালুর ফলে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার হবে এবং অভিভাবকেরা চাইলে সন্তানদের চ্যাটজিপিটি ব্যবহার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর ফলে অভিভাবকেরা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে কিশোর-কিশোরীরা স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা পাবেন। পাশাপাশি অভিভাবকেরা সন্তানদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণ ও সীমা নির্ধারণ করতে পারবেন।