নেতৃত্ব নিয়ে সিদ্ধান্তহীনতাগতি নেই আলোচনায়

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১০:০৪

তরুণদের সম্মিলিত শক্তিকে একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ (জিওপি) একীভূতকরণের আলোচনা শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু সেই আলোচনা থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দল দুটি। মূলত এক হওয়ার পর দলের নাম কী হবে, মূল নেতৃত্বে কে থাকবেন, আর উভয় দলের প্রথম সারির নেতাদের পদ-পদবি বণ্টন কেমন হবে—এসব নিয়েই ঝুলে আছে একীভূতকরণের উদ্যোগ। এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন দেশের বাইরে থাকায় আলোচনায় গতি নেই বলে জানিয়েছেন দল দুটির নেতারা।


আখতার হোসেন বর্তমানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে রয়েছেন। অন্যদিকে নুরুল হক নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। এদের মধ্যে আখতার আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে, তবে নুর চিকিৎসা শেষে কবে দেশে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন আজকের পত্রিকাকে বলেন, ‘এটার কারণে (শীর্ষনেতারা বিদেশে থাকায়) আলোচনায় একটা দীর্ঘসূত্রতা এসেছে। কারণ, একটা দলের প্রধান এবং একটা দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি যখন নানা প্রয়োজনে বিদেশে থাকেন, আলোচনায় একটা ইফেক্ট পড়ে।’ একীভূতকরণের প্রক্রিয়া যৌক্তিক জায়গায় নেওয়ার জন্য এখনো আলাপ আলোচনা চলছে বলেও জানান সামান্তা। তিনি বলেন, ‘আশা করি, কিছু দিনের মধ্যে আমরা একটা চূড়ান্ত ফল দেখতে পাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও