
পাকিস্তান এখন ‘লাল্লু-কাট্টু’দের দল, লড়াকুদের নয়: শোয়েব আখতার
প্রথম আলো
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৭
একটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হতো তাদের মধ্যে। কখনো পাকিস্তান জিতত, কখনো ভারত। বরং পাকিস্তানই একটু এগিয়ে থাকত, যেটার প্রমাণ পরিসংখ্যান।
এখনো দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকেই ভারী। সব সংস্করণ মিলিয়ে ২১১ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টি, ভারত জিতেছে ৭৯টি। বাকি ম্যাচগুলো হয়েছে ড্র, টাই বা পরিত্যক্ত।
- ট্যাগ:
- খেলা
- টি টোয়েন্টি
- ক্রিকেট ম্যাচ