ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতে যাচ্ছে সরকার। এ ছাড়া নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের যেসব পদে পদোন্নতি জটিলতা রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে তা দূর করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশীদের সভাপতিত্বে আজ মঙ্গলবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগবিধিমালা ২০২৩ সংশোধনের জন্য উত্থাপনের কথা রয়েছে। এর বাইরে আরও কয়েকটি প্রস্তাব পাসের জন্য সচিব কমিটির বৈঠকে উত্থাপনের কথা।
প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি হলো বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি, যা সরকারের প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। মন্ত্রিপরিষদ সচিব এতে পদাধিকারবলে সভাপতিত্ব করেন।
ইসি তাদের প্রস্তাবে বলেছে, কমিশনের কার্যক্রমে আরও গতি আনতে তারা কর্মচারী নিয়োগবিধিমালা সংশোধন চাইছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধি পরীক্ষণ-সংক্রান্ত উপকমিটি এ সংশোধনের বিষয়ে সুপারিশ করেছে।
বর্তমান নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগবিধি অনুযায়ী, সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তার ৪০ শতাংশ পদে পদোন্নতির মাধ্যমে এবং ৬০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়। এ বিধান বদলে উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ করে নিয়োগের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।